81. ৪, ৫, ৭, ১১, ১৯ ……. ধারাটির ৬ষ্ঠ পদের মান কত?
ক) ২৫
খ) ৩৫
গ) ২৭
ঘ) ৪১
82. ২৪ এর মৌলিক গুণনীয়ক কয়টি ?
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ২ টি
ঘ) ৫ টি
83. একটি ত্রিভূজের দু’টি বাহুর দৈর্ঘ্য ৪ ও ৮ ইঞ্চি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য __ ইঞ্চি বেশি এবং __ ইঞ্চি কম হবে।
ক) ২, ৩
খ) ৪, ১২
গ) ০, ১২
ঘ) ৪, ৮
84. ১ থেকে ১৫০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় ?
ক) ৩৫ টি
খ) ৪১ টি
গ) ৫১ টি
ঘ) ৪৫ টি
85. ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে সবচেয়ে বড় কোণটির মান কত ?
ক) ৩০°
খ) ৪৫°
গ) ৭৫°
ঘ) ৫০°
86. P={a, b, c,d} এর প্রকৃত উপসেট কয়টি ?
ক) ১৫
খ) ১৪
গ) ১৮
ঘ) ১২
87. ২১, ৭, ৪৫, ৩৩, ৬২, X এর মধ্যক ৩৫ হলে X এর মান কত ?
ক) ৩
খ) ১৪
গ) ৩৩
ঘ) ৩৭
88. শতকরা বার্ষিক কত হারে ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ৯০০ টাকা হবে?
ক) ৬%
খ) ৮%
গ) ৯%
ঘ) ১০%
89. 289/361 এর বর্গমূল কত ?
ক) 19/13
খ) 17/19
গ) 29/27
ঘ) 19/17
90.যদি (x+1)2=4 এবং(x-1)2=4 এবং 16 হলে X এর মান কত?
ক) -৩
খ) -১
গ) ১
ঘ) ৫
91. z-1/13=K এবং K=3 হলে, X এর মান কত ?
ক) ২
খ) ৪
গ) ৯
ঘ) ১০
92. কোন সংখ্যার এক-অষ্টমাংশ ২-এর সমান হবে?
ক) ৪
খ) ১২
গ) ১/১৬
ঘ) ১৬
93. কোন সংখ্যার এক-অষ্টমাংশ ২-এর সমান হবে?
ক) ৪
খ) ১২
গ) ১/১৬
ঘ) ১৬
94. ১ কাঠা সমান কত বর্গফুট ?
ক) ৪৬৫
খ) ৬৫০
গ) ৭০০
ঘ) ৭২০
95. কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য ?
ক) ৮১
খ) ২২৫
গ) ৪২৫
ঘ) ৬২৫
96. একটি তরমুজ ৩২৪ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে ?
ক) ৪০০
খ) ৪৩২
গ) ৪২০
ঘ) ৪৫০
97. একটি অফিসের খরচ বাবদ ২০২৩ সালে ৬০,০০০ টাকা বরাদ্দ আছে। প্রতি মাসে গড় কাগজ বাবদ ৩,০০০ টাকা, প্রিন্টিং বাবদ ৭০০ টাকা, আপ্যায়ন ব্যয় ৫০০ টাকা এবং অন্যান্য বাবদ ৩০০ টাকা খরচ হলে বছর শেষে কত টাকা থাকবে ?
ক) ২০০০ টাকা
খ) ৩০০০ টাকা
গ) ৪০০০ টাকা
ঘ) ৬০০০ টাকা
98. 9x2-25y2 এবং 15ax-25ay এর ল.সা.গু কত?
ক) 3x+5y
খ) 3x-5y
গ) 9x2-25y2
ঘ) 5a(9x2-25y2)