61. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার সাথে যুক্ত তার নাম হলো-
ক) এক্সপ্যানসন প্লট
খ) এক্সপ্যানসন কার্ড
গ) পাওয়ার সাপ্লাই
ঘ) অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট
62. সল্প দূরত্বের নেটওয়ার্কের জন্য কোনটি ব্যবহার হয়?
ক) ইন্টারনেট
খ) ইন্ট্রানেট
গ) LAN
ঘ) WAN
63. একটি বাইটে কটি বিট থাকে
ক) ৮ টি
খ) ১০ টি
গ) ১৬ টি
ঘ) ৩২ টি
64. স্ক্যানার হলো একটি –
ক) ইনপুট ডিভাইস
খ) আউটপুট ডিভাইস
গ) কো অর্ডিনেট ডিভাইস
ঘ) মিক্স ডিভাইস
65. মনিটরের কাজ হলো-
ক) গাণিতিক সমাধান
খ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন
গ) ছবি ও লেখা দেখানো
ঘ) কোনটিই নয়
66. WWW এর আবিষ্কারক কে?
ক) টমি নো জেন্স
খ) টিম বার্নারস লি
গ) টিম হ্যানম্যান
ঘ) প্যারিয়েল বিগেঞ্জা
67. দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কী?
ক) তর্জনী
খ) রাসেল
গ) বঙ্গবন্ধু
ঘ) কোনটিই নয়
68. চ্যাটজিপিটর এর প্রতিষ্ঠাটা কে?
ক) অরবিন্দ কৃষ্ণ
খ) স্যাম অল্টম্যান
গ) ল্যারি প্যাচ
ঘ) সুন্দর পিচাই
সাধারণ জ্ঞান
69. ১৪ তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক) বেঙ্গালুরু,ভারত
খ) মালে,মালদ্বীপ
গ) কমল্বো,শ্রীলঙ্কা
ঘ) ঢাকা, বাংলাদেশ
70. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব অর্পিত হয়েছে?
ক) ১১৮
খ) ১১৯
গ) ১২০
ঘ) ১২১