71. প্রাচীন “চন্দ্রদ্বীপ” এর বর্তমান নাম কী?
ক) ফরিদপুর
খ) বরিশাল
গ) নোয়াখালী
ঘ) রাজশাহী
72. UNEP কর্তৃক ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এর প্রতিপাদ্য কোনটি?
ক) প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে
খ) সবাই মিলে করি গণ, বহাল রাখব পরিবেশ আন্দোলন
গ) গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ শক্তি
ঘ) কোনটিই নয়
73. বাংলাদেশ নির্বাচন কমিশন একটি –
ক) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
খ) সরকারি প্রতিষ্ঠান
গ) সাংবিধানিক প্রতিষ্ঠান
ঘ) কোনটিই নয়
74. ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়-
ক) ১২ ডিসেম্বর
খ) ১৭ জানুয়ারি
গ) ৮ সেপ্টেম্বর
ঘ) ২ মার্চ
গণিত
75. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা যার কর্তৃত্বে প্রযুক্ত হয়-
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) স্পিকার
ঘ) কোনটিই নয়
76. তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
77. 3(x+y)=27 এবং X ও Y ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x/y এর মান নয় কোনটি ?
ক) 8
খ) 2
গ) 1/8
ঘ) 1/4
78. 3x-y=12 হলে 8x /2y=?
ক) 212
খ) 44
গ) 82
ঘ) নির্ণয় করা সম্ভব নয়
79. 12x+12y=1এবং 1×2-1y2=12 হলে 1x-1y = কত ?
ক) 4
খ) 1/4
গ) 6
ঘ) 8
80. কোন সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে ৪ এর বর্গ হবে ?
ক) ৩৬
খ) ২৫
গ) ১৬
ঘ) ৪৯