বাংলা
1. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
ক) বর্ধমান হাউজ
খ) বাংলা ভবন
গ) আহসান মঞ্জিল
ঘ) চামেলি হাউজ
2. “বীর” শব্দের বিপরীত লিঙ্গ কোনটি?
ক) তেজম্বিনী
খ) বীরাঙ্গী
গ) বীরাঙ্গনা
ঘ) বিদুষী
3. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?
ক) কাঁদো নদী কাঁদো
খ) নেকড়ে অরণ্য
গ) রাঙা প্রভাত
ঘ) প্রদোষে প্রাকৃতজন
4. চর্যাপদের প্রাপ্তি স্থান কোনটি?
ক) বাংলাদেশ
খ) নেপাল
গ) উড়িয্যা
ঘ) ভুটান
5. নীললোহিত কোন লেখকের ছদ্মনাম ?
ক) অরুণ চিত্র
খ) সমরেশ বসু
গ) সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ) সমরেশ মজুমদার
6. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক) অনুগমন
খ) সাহিত্য সভা
গ) পীতাম্বর
ঘ) রাতকানা
7. কোনটি মিশ্র শব্দ
ক) চা-চিনি
খ) চৌ-হদ্দি
গ) নামাজ-রোজা
ঘ) স্কুল -কলেজ
8. ‘সব ঝিনুকে মুক্তা মিলেনা’- এইবাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কতায় ২য়া
খ) অপাদানে ৭মী
গ) কর্মে ২য়া
ঘ) অধিকরণে ৭মী
9. “গবেষণা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) গব + এষনা
খ) গবে + এষণা
গ) গো + এষণা
ঘ) গবা + ইষণা
10. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
ক) শব্দ
খ) কারক
গ) পদ
ঘ) ক্রিয়াপদ
11. “একাত্তরের ডায়েরী” গ্রন্থের রচয়িতা কে?
ক) জাহানারা ইমাম
খ) জীবনানন্দ দাশ
গ) জহির রায়হান
ঘ) সুফিয়া কামাল
12. “তিতিক্ষা” শব্দ দ্বারা বুঝায়-
ক) লাভ করার ইচ্ছা
খ) গমন করার ইচ্ছা
গ) ক্ষমা করার ইচ্ছা
ঘ) ত্যাগ করার ইচ্ছা
13. “যোগাযোগ” উপন্যাসের রচয়িতা কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) বনফুল
14. কোনটি তৎসম শব্দ?
ক) কলম
খ) ফুল
গ) বাড়ি
ঘ) চন্দন
15. “বৈরাগ্য সাধনে —— সে আমার নয়”
ক) আনন্দ
খ) মুক্তি
গ) বিশ্বাস
ঘ) আশ্বাস
16. Corrigendum শব্দের অর্থ কী?
ক) শুদ্ধিপত্ৰ
খ) পুনর্বিন্যাস
গ) স্থাপত্যকলা
ঘ) অনুরোধপত্র
17. “শেষের কবিতা” “কোন ধরণের রচনা?
ক) কবিতা
খ) উপন্যাস
গ) গল্প
ঘ) নাটক
18. কোন বাক্যটি শুদ্ধ?
ক) সে সঙ্কট অবস্থায় পড়েছে
খ) সে সঙ্কটাপন্ন অবস্থায় পড়েছে
গ) সে সঙ্কটে পড়েছে
ঘ) সে সঙ্কটে পরেছে
19. “বিজ্ঞান” শব্দের “জ্ঞ” কোন বর্ণ সমন্বয়ে গঠিত?
ক) ঞ+ষ্ণ
খ) জ+ঞ
গ) গ+গ
ঘ) গ্+ঞ
20. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক) ধূমকেতু
খ) সওগাত
গ) মোসলেম ভারত
ঘ) সবুজপত্র