The Department of Architecture in Bangladesh operates under the Ministry of Housing and Public Works. This department is primarily responsible for the planning, design, and development of public infrastructure and buildings in Bangladesh. It is involved in formulating policies, providing architectural services, and ensuring that construction projects meet the standards set by the government.
Public housing in Bangladesh is primarily aimed at providing affordable living spaces to low- and middle-income groups, especially in urban areas where the population density is high. The government, through agencies like the Bangladesh Government’s Housing and Building Research Institute (HBRI) and the Rajdhani Unnayan Kartripakkha (RAJUK) in Dhaka, works to develop public housing projects on our jobs portal, https://jobpublished.com/. This circular presents an excellent opportunity for individuals seeking government Bima Corporation jobs in Bangladesh.
Department of Architecture Job Circular-2024
the Department of Architecture in Bangladesh plays a crucial role in the design, research, and implementation of public housing solutions, contributing to the creation of affordable, sustainable, and well-planned living spaces for the urban population.
Job Summary:
Post Name: Different Post
Total Vacancies: 42
Salary: Different
Application Start Date: 13-11-2024
Deadline: 09-12-2024
Department of Architecture Job Circular-2024
EMPLOYER: | Department of Architecture |
POST NAME: | Post Name are given Below |
NO. OF VACANCIES | 42 |
JOB NATURE: | Full Time |
JOB CATEGORY: | Govt Job |
GENDER | Both |
AGE LIMITATION | 18-30 |
EDUCATIONAL QUALIFICATION: | Different EQ |
EXPERIENCE REQUIREMENTS: | unknown |
SALARY: | Different |
APPLICATION FEE: | N/A |
OTHER BENEFITS: | N/A |
JOB PUBLICATION DATE: | 07-11-2024 |
APPLICATION DEADLINE: | 09-12-2024 |
ONLINE APPLICATION LINK: | https://architecture.teletalk.com.bd |
Job Location
Anywhere in Bangladesh
Govt Office : Department of Architecture
Department of Architecture Job Circular-2024 PDF/Image
If you are interested in applying for the Department of Architecture you can follow the instructions mentioned below. Please note that the circular was originally in image format, but we have converted it to text for your convenience. Kindly review the instructions carefully:
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করনীয় ঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://architecture.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ :
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ঃ ১৩-১১-২০২৪ খ্রিঃ, সকাল-১০:০০ ঘটিকা হতে; (ii)Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ঃ ০৯-১২-২০২৪ খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার সদ্যতোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অষ্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের
পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি Download পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ০১ নং ক্রমিক এর জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/-(তিনশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৩৫/-(পঁয়ত্রিশ) টাকাসহ মোট ৩৩৫/-(তিনশত পঁয়ত্রিশ) টাকা
ও ক্রমিক নং-০২ থেকে ০৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২৩/-(তেইশ) টাকাসহ মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা এবং ০৬ ও ০৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/-(বার) টাকাসহ মোট ১১২/-(একশত বার) টাকা অনধিক ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না” ।
SMS এর নিয়মাবলী :
প্রথম SMS : ARCHITECTURE User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : ARCHITECTURE ABCDEF & Send to 16222
Reply : Applicant’s Name Tk. 335/223/112 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type ARCHITECTURE Yes PIN & Send to 16222.
দ্বিতীয় SMS : ARCHITECTURE Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : ARCHITECTURE Yes 12345678 & Send to 16222
Reply Congratulations! Applicant’s Name, payment completed successfully for ARCHITECTURE Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://architecture.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন ৷
i) User ID জানা থাকলে ARCHITECTURE Help User User ID & Send to 16222. Example : ARCHITECTURE Help user ABCDEF & Send to 16222.
ii) PIN Number জানা থাকলে ARCHITECTURE Help PIN PIN Number & Send to 16222. Example ARCHITECTURE Help PIN 12345678 & Send to 16222.
ঝ. পত্রিকা ছাড়াও স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট www.architecture.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদ্বসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.architecture.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।।
ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: ARCHITECTURE, Post Name: *** Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
1
ট. ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য । প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৬। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
Department of Architecture | http://architecture.teletalk.com.bd
That’s great to hear! It’s indeed an attractive opportunity for job seekers in the Department of Architecture . As a platform that provides career news and updates, it’s excellent that you are including the Department of Architecture Circular-2024 on our website. By sharing such information, we help individuals stay informed about job opportunities in the Department of Architecture. This can greatly benefit those who are actively seeking Department of Architecture jobs and looking for career advancement. Keep up the good work in providing valuable updates to job seekers on our website!