41. মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে … উৎপন্ন হয় ।
ক) বাক্য
খ) ধ্বনি
গ) শব্দ
ঘ) বর্ণ
42. মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি?
ক) ২৮টি
খ) ২৯টি
গ) ৩০টি
ঘ) ৩১টি
43. উচ্চারণ স্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?
ক) তালব্য
খ) কণ্ঠ্য
গ) মূর্ধন্য
ঘ) দন্ত্য
44. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
ক) একাগ্রতায়
খ) মান ব্যবহার
গ) সমভাবনায়
ঘ) একযোগে
45. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দ্বীপ+আয়ন
খ) দ্বীপ+অয়ন
গ) দ্বিপ+অনট
ঘ) দ্বীপ+অনাট
46. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক) লুইপা
খ) কাহ্নপা
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) নজরুল ইসলাম
47. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ কোনটি?
ক) শাশ্বত বঙ্গ
খ) প্রবন্ধ সংগ্রহ
গ) পঞ্চতন্ত্র
ঘ) কালান্তর
48. সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা … ।
ক) অপরিহার্য
খ) বাঞ্চনীয়
গ) অসম্ভব
ঘ) অপ্রয়োজনীয়
49. একটি পত্রের প্রধান অংশ কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
50. ‘পাঁচ সেরের সমাহার’ এক কথায় প্রকাশ কি হবে?
ক) পরিমেয়
খ) পশুরী
গ) পাঁচমিশালী
ঘ) পঞ্চবটি