সাধারণ জ্ঞান
22. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত মোট ধানের জাত কতটি?
ক) ৭৭টি
খ) ১০৫টি
গ) ১১৩টি
ঘ) ৮৯টি
23. চর্যাপদ বাংলা ভাষায় রচিত- এটি প্রথম প্রমাণ করেন কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
24. বাংলাদেশের প্রধানতম খনিজ সম্পদ কোনটি?
ক) কয়লা
খ) চুনাপাথর
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) চীনামাটি
25. প্রাচীন ভারতে কে সর্বপ্রথম ভারতীয় ঐক্য স্থাপন করেন?
ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) ধর্মপাল
গ) অশোক
ঘ) শশাঙ্ক
26. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
ক) মৌলভীবাজার
খ) সিলেট
গ) চট্টগ্রাম
ঘ) হবিগঞ্জ
27. ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে?
ক) লর্ড ক্লাইভ
খ) শেরশাহ
গ) সম্রাট আকবর
ঘ) ওয়ারেন হেস্টিংস
28. মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন?
ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) তাজউদ্দীন আহমদ
গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
ঘ) এ এইচ এম কামারুজ্জামান
29. ১৯৭১ সালে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পন করে?
ক) ৯৩ হাজার
খ) ৯০ হাজার
গ) ৮৮ হাজার
ঘ) ৮৭ হাজার
30. বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি?
ক) ৬
খ) ৭
গ) ৮
ঘ) ৯