41. ‘অবনত’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক)সংশয়
খ) ছায়ালোক
গ) উন্নত
ঘ) ঊষা
42. ‘অপয়া’ শব্দে ‘অ’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) নিন্দা অর্থে
খ) অস্পষ্টতা অর্থে
গ) কুৎসিত অর্থে
ঘ) অভাব অর্থে
43. ’ঘর’ শব্দের বহুবচন কী?
ক) ঘরে ঘরে
খ) ঘরগুলো
গ) ঘর ঘর
ঘ) ঘরসব
44. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?
ক) সিকান্দার আবু জাফর
খ) আবুল কালাম শামসুদ্দীন
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ) আবু জাফর শামসুদ্দীন
45. ভিখারীকে ভিক্ষা দাও- কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে ৪র্থী
খ) করণে ৪র্থী
গ) অপাদানে ৪র্থী
ঘ) সম্প্রদানে ৪র্থী
46. ‘দুনিয়া’- কোন ভাষার শব্দ?
ক) ফারসি শব্দ
খ) আরবি শব্দ
গ) উর্দু শব্দ
ঘ) হিন্দি শব্দ
47. ‘পাণি’ শব্দটির অর্থ কী?
ক) পা
খ) মাথা
গ) হাত
ঘ) কান
48. ‘প্রিয়দর্শী’ ছদ্মনামে কে লিখতেন?
ক) রাজশেখর বসু
খ) অনুরূপা দেবী
গ) কামিনী রায়
ঘ) সৈয়দ মুজতবা আলী
ইংরেজি
49. If I have money, I _____ it tomorrow.
ক) would purchase
খ) have purchase
গ) have purchased
ঘ) will purchase
50. ‘Expressely’ – শব্দের সমার্থক হলো–
ক) explicitly
খ) distinctly
গ) obviously
ঘ) all of the above