31. কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে?
ক) অসম আকৃতি
খ) গোলাকার
গ) কোণাকৃতি
ঘ) ফ্লাকি
32. কনট্যুরিং (contouring) – এর কোন পদ্ধতিটি পাহাড়ি অঞ্চলের জন্য সবচেয়ে উপযুক্ত?
ক) ক্রস-সেকশন পদ্ধতি
খ) প্রত্যক্ষ পদ্ধতি
গ) ট্যাকোমেট্রিক পদ্ধতি
ঘ)
বাংলা
33. ‘শকুনি মামা’- বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়?
ক) কুৎসিত মামা
খ) সৎ মামা
গ) কুচক্রী লোক
ঘ) পাতানো মামা
34. যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাদেরকে কী বলে?
ক) বিভক্তি
খ) অনুসর্গ
গ) প্রত্যয়
ঘ) উপসর্গ
35. ‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা’- এখানে ‘বিনে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক)প্রয়োজনে
খ)আবশ্যিকতা
গ)ব্যতিরেকে
ঘ) সঙ্গে
36. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) প্যারিচাদ মিত্র
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
37. ‘মহান আশয় যার’- এক কথায় কী বলে?
ক) অগত্যা
খ) অনুজ
গ) মহাশয়
ঘ) পত্রপুট
38. ‘পুণ্যে মতি হোক’ বাক্যে ‘পুণ্যে’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক) সর্বনামরূপে
খ) বিশেষ্যরূপে
গ) বিশেষ্যের বিশেষণরূপে
ঘ) বিশেষণরূপে
39. ‘পাপাচার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
ক) পাপা + চার
খ) পাপা + আচার
গ) পাপ + আচার
ঘ) পাপ + চার
40. নিচের কোন বানানটি সঠিক নয়?
ক)লবণ
খ) সুসম
গ) পুরস্কার
ঘ) নষ্ট