61. কে ‘ষাট গম্বুজ’ মসজিদ নির্মাণ করেন?
ক) হযরত আমানত শাহ
খ) বায়েজিদ বোস্তামী
গ) পীর খান জাহান আলী
ঘ) সুফি শাহ মখদুম
62. ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের আকার-
ক) ৭,৬১,৭৮৫ কোটি টাকা
খ) ৭,৭১,৭৮৫ কোটি টাকা
গ) ৬, ৬১, ৮৮৫ কোটি টাকা
ঘ) ৬, ৬১, ৮৮৫ কোটি টাকা
63. পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয়?
ক) ১ এপ্রিল, ২০২৩
খ) ২ এপ্রিল, ২০২৩
গ) ৩ এপ্রিল, ২০২৩
ঘ) ৪ এপ্রিল, ২০২৩
64. বাংলাদেশ ‘মিলিটারি একাডেমি’ কোথায় অবস্থিত?
ক) চট্টগ্রামের জলদিয়াতে
খ) চট্টগ্রামের ভাটিয়ারিতে
গ) ঢাকার কুর্মিটোলায়
ঘ) রাজশাহীর সারদায়
সাধারন বিজ্ঞান
65. কোন দেশের প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ তৈরি করেছে?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
গ) ইংল্যান্ড
ঘ) জার্মানি
66. SIS কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
ক) পাকিস্তান
খ) আমেরিকা
গ) রাশিয়া
ঘ) যুক্তরাজ্য
67. IMF এর সদর দফতর কোথায় অবস্থিত?
ক) নিউইয়র্ক
খ) ওয়াশিংটন ডিসি
গ) ক্যালিফোর্নিয়া
ঘ) জেনেভা
68. ১৪তম সাফ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে?
ক) শ্রীলংকা
খ) মালদ্বীপ
গ) ভারত
ঘ) বাংলাদেশ
69. ১৯৭১ সালে ‘The concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?
ক) লন্ডন
খ) নয়াদিল্লি
গ) ওয়াশিংটন ডিসি
ঘ) নিউইয়র্ক
70. বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন?
ক) মাদাম কুরি
খ) রোনাল্ড রস
গ) লুই পাস্তুর
ঘ) পিয়েরে কুরি
71. ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের আকার-
ক) ইথেন
খ) মিথেন
গ) প্রোপেন
ঘ) নাইট্রোজেন
72. কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ?
ক) Wolffia arrhiza
খ) Azolla pinnat
গ) Salvinia natans
ঘ) Pistia stratiotes
73. নিচের কোনটি বাংলাদেশে ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত?
ক) গলদা চিংড়ি
খ) মৎস্য
গ) পোশাক শিল্প
ঘ) ঔষধ
74. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্ৰ-
ক) ব্যারোমিটার
খ) সেক্সট্যান্ট
গ) সিসমোগ্রাফ
ঘ) ম্যানোমিটার
75. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
ক) পরমাণু
খ) ইলেকট্রন
গ) অণু
ঘ) প্রোটন
76. আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
ক) ১ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার
খ) ২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার
গ) ৩ লক্ষ কিলোমিটার
ঘ) ৩ লক্ষ ২ হাজার কিলোমিটার
77. ভিটামিন ‘সি’ এর রাসায়নিক নাম কি?
ক) অ্যাসকরবিক এসিড
খ) ফলিক এসিড
গ) ফ্যাটি এসিড
ঘ) অ্যামাইনো এসিড
78. হীরা অন্ধকারে চকচক করে কেন?
ক) হীরায় তেজস্ক্রিয়তা বিদ্যমান তাই আলো বিচ্ছুরিত হয়
খ) উচ্চ প্রতিসরাঙ্কের কারেেণ অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে
গ) হীরাতে রেডিয়াম থাকে বিধায় আলো বিচ্ছুরিত হয়
ঘ) হীরার ধর্ম হলো আধারে বিচ্ছুরিত করা