বাংলা
21. কোনটি খাটি বাংলা উপসর্গ?
ক) ইতি
খ) অব
গ) পরি
ঘ) অতি
22. ‘পাণিনি’ ছিলেন?
ক) নাট্যকার
খ) কবি
গ) ব্যাকরণবিদ
ঘ) শিক্ষক
23. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক) নদ
খ) শিক্ষক
গ) কবিরাজ
ঘ) ননদ
24. ‘সনেট’ এ কয়টি চরণ থাকে?
ক) ১৬
খ) ২৪
গ) ১৪
ঘ) ২০
25. ‘পরীক্ষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) পরি + ইক্ষা
খ) পরি + ঈক্ষা
গ) পরিঃ + ঈক্ষা
ঘ) পরী + ঈক্ষা
26. ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
ক) অগভীর সতর্ক নিদ্রা
খ) গভীর নিদ্রার ন্যায়
গ) দুশ্চিন্তাগ্রস্থ নিদ্ৰা
ঘ) কাকের নিদ্রার ন্যায়
27. ‘একাত্তরের দিনগুলি’ কার লেখা?
ক) জসীমউদ্দীন
খ) সুফিয়া কামাল
গ) জাহানারা ইমাম
ঘ) আলাওল
28. কোনটি দ্বন্দ্ব সমাস?
ক) দম্পতি
খ) সিংহাসন
গ) রাজপথ
ঘ) প্রভাত
29. ‘মজলুম’ শব্দের অর্থ কি?
ক) অসহায়
খ) জনপ্রিয়
গ) অত্যাচারিত
ঘ) বিপদাপন্ন
30. বাংলা ভাষায় স্বরবর্ণ কতটি?
ক) ১৪
খ) ১৫
গ) ১১
ঘ) ২০
31. চলিত শব্দ কোনটি?
ক) বলবেন
খ) বলিলেন
গ) বলিয়াছিলেন
ঘ) বলাইয়াছিলেন
32. প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন কোনটি?
ক) কবিতা
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) নাথ সাহিত্য
ঘ) চর্যাপদ
33. ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) স্থাবর
খ) অরণ্য
গ) সমুদ্র
ঘ) পর্বত
34. ‘বনফুল’ কার ছদ্মনাম?
ক) প্রমথ চৌধুরী
খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) যতীন্দ্রমোহন বাগচী
ঘ) মধুসুদন দত্ত
35. কোন দুটি অঘোষ ধ্বনি?
ক) চ, ছ
খ) ড, ঢ
গ) ব, ভ
ঘ) দ, ধ
36. মহাকবি আলাওল কোন যুগের কবি?
ক) মধ্যযুগ
খ) প্রাচীন যুগ
গ) আধুনিক যুগ
ঘ) স্বর্ণযুগ
37. “ফিরিঙ্গি’ কাদের বলা হয় ?
ক) ফার্সিদের
খ) মগদের
গ) পর্তুগিজদের
ঘ) দিনেমারদের
38. ‘আবোল-তাবোল’ কার লেখা?
ক) সত্যজিত রায়
খ) ফররুখ আহমেদ
গ) সুকুমার রায়
ঘ) কাজী নজরুল ইসলাম
39. ‘সমুদ্রে মাছ আছে’ – এখানে ‘সমুদ্রে’ কোন কারক?
ক) কর্মকারক
খ) করণকারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
40. দান করার ইচ্ছা’ – এককথায় প্রকাশ করুন।
ক) দিৎসা
খ) দিসা
গ) দানবীর
ঘ) দোসা